সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি এলাকায় এ ঘটনা ঘটে বলে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান।
মৃতরা হলেন-ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫),তার স্ত্রী সুমি বেগম (৩০), ছেলে সাফি আহমদ (৫) ও বড় ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীম আরা বেগম (৪৮)।
ওসি বলেন, জুবায়ের তার পরিবারের সঙ্গে টিলার নিচে একটি টিনশেড ঘরে থাকতেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে টিলা ধসে তাদের ঘরের উপর পড়লে চারজনেই মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে চারজনের লাশ উদ্ধার করে।
সূত্রঃ বিডিনিউজ২৪.কম
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS