পূর্ব পাগলা ইউনিয়নের নামকরণ কিভাবে হয় এ সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় নি। তবে জনশ্রুতি আছে, প্রায় পৌনে ২০০ বছর পূর্বে মহাসিং নদীর তীরে দুই ভাই একত্রে বসবাস করতেন। তারা পেশায় মৎস্যজীবি ছিলেন। তাদের এক ভাইয়ের নাম ছিল, পাগল রায় অপর জনের নাম ছিল বীর রায় । ঘটনা চক্রে এক ভাই (বীর রায়) অন্যত্র চলে যান। আর সেই থেকে পাগল রায়ের নামানুসারে পাগলা ইউনিয়নের নামকরণ হয়। পরবর্তীতে জনগনের চাহিদার ভিত্তিতে ১৯৭৩ সালে পাগলা ইউনিয়ন কে পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা দুটি ইউনিয়নে বিভক্ত করা হয় । বর্তমানে পূর্বপাগলা ইউনিয়ন ১৬ টি মৌজা ও ১৬টি গ্রাম নিয়ে গঠিত ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS