Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

খাল ও নদী:

পূর্ব পাগলা ইউনিয়নের ভিতর দিয়ে মোট তিনটি নদী প্রবাহিত । যেমন-কচুয়া নদী , পুঁটিয়া নদী, ভাগলা নদী । এ নদীগুলোর মধ্যে কচুয়া ও পুটিয়া নদী  প্রধান । এছাড়াও মহাসিং নদী  ইউনিয়নের কূলঘেষে প্রবাহিত হয়েছে । খাল গুলোর মধ্যে  বাল্লার খাল, মাছু খালির খাল, দেখার হাওরের খাড়ারাই খাল, নাপিত খালীর খাল উল্লেখযোগ্য । তবে নাম নাজানা আরও অনেক ছোট ছোট খাল রয়েছে ।

এছাড়াও এ ইউনিয়নে বয়েছে বড় বড় বেশ কয়েটি বিল । যেসব বিলের মৎস্য এনে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি । বিলগুলোর  মধ্যে ডাবর বিল, বারল বিল, চূড়াবান্দা বিল, গাইলা বিল, হাইডরা বিল অন্যতম ।