Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাদ্য উৎপাদন

পূর্ব পাগলা ইউনিয়নে উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধান। তৈল বীজের মধ্যে রয়েছে সরিষা ও তিল। গম ও যব জাতীয় খাদ্যশস্য খুবই অল্প পরিমাণে হয়। এছাড়া এই ইউনিয়নে আম,জাম,কাঁঠাল,পেয়ারা,নারিকেল,সুপারী,বাতাবিলেবু,লেবু,তেতুল,কামরাঙ্গা ইত্যাদি ফল ও উৎপন্ন হয়। মরিচ,পেয়াজ,রসুন,ধনে ইত্যাদি মসলা জাতীয় শস্য। সবজির মধ্যে লাউ,মিষ্টি কুমড়া,চালকুমড়া,করলা,চিছিঙ্গা,ঝিঙ্গা,শিম,বরবটি,কাকরুল,ঢেড়শ,গোলআলু,বেগুন,টমেটো,ফুলকপি ইত্যাদি স্বপ্ল পরিসরে উৎপাদিত হয়।