অতীতে এ ইউনিয়নে দুই জন প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন । একজন ছিলেন বাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী যতিন্দ্রনাথ ভদ্র। পিতা মৃত জয় নারায়ন ভদ্র। গ্রাম: চূড়খাই।ডাকঘর : দামোধরতপী।তিনি তৎকালীন সময়ে (ব্রিটিশ পিরিয়ডে)অর্থ্যাৎ আসাম প্রাদেশিক পরিষদ ( ১৯৪৬ খৃঃ) এম এল এ ছিলেন ।১৯৮১ সালে নিজ গ্রামে তিনি মৃত্যুবরণ করেন । অপর জন ছিলেন মুক্তিযোদ্ধা কমরেড মানিক মিয়া । পিতা মৃত বাবরু মিয়া । গ্রাম: ধামোধরতপী। ডাকঘর : দামোধরতপী। তিনি মুক্তিযোদ্ধের সময় ভারতে রিলিফক্যম্প নামে একটি প্রশিক্ষন ক্যম্পের ইনচার্জ ছিলেন । পরবর্তীতে সেক্টর কমান্ডার হিসেবে মুক্তি যোদ্ধে অংশ গ্রহন করেন ।তারঁ জন্ম ৩১/১২/১৯৪৭ খ্রি: এবং মৃত্যু ০৯/০২/২০০৩ খ্রি:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস